News

Engaging more

University of Bedfordshire থেকে PhD করছেন সিলেটের রেজওয়ান

 

ইংল্যান্ডের University of Bedfordshire-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে পিএইচডি করছেন সিলেটের কানাইঘাট উপজেলার রিজওয়ান বিন সুলাইমান। সিলেটের কানাইঘাট উপজেলার রাঙারাইয়ে তার পৈত্রিক নিবাস। সেই আজপাড়াগাঁ থেকে উঠে এসে তিনি ইংল্যান্ডে পিএইচডি করছেন, সামাজিক ও পারিপার্শ্বিকতা বিশ্লেষণে যা রীতিমতো অবাক করার মতো।

রিজওয়ান, ২০১০ সালে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে জৈন্তা ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০১৪ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান ইংল্যান্ডে। Glyndwr University Wrexham থেকে ২০১৮ সালে সফলতার সাথে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেছেন।

২০১৮ সালে  Post graduation (স্নাতকত্তর) ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন University of Bedfordshire। মাস্টার্সে থাকাকালীন একাডেমিক পড়াশুনার পাশাপাশি তিনি Cybersecurity এর অন্যতম প্রফেশনাল সার্টিফিকেশন, C|EH [Cetified Ethical hacker], AWS Certified Solutions Architect, Google Data Analytics Certificate, CCNA সাফল্যের সাথে পাশ করেন। ২০১৯ সালে University of Bedfordshire থেকে ডিস্টিংশন পেয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

মাস্টার্সে থাকাকালীন সময়ে তিনি ডেমন্সট্রেটর হিসাবে কাজ করেন তাঁর সুপারভাইসরের আন্ডারে। বর্তমানে তিনি স্কলারশিপ নিয়ে একিই বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে পিএইচডি গবেষণারত আছেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় হচ্ছে, কৃত্রিমবুদ্ধিমত্তা [Artificial Intelligence] ব্যবহার করে কিভাবে ব্যাংকিং সিস্টেমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। University of Bedfordshire ভর্তি হওয়ার আগে তিনি ডারবি ইউনির্ভাসিটি, মানচেস্টার ইউনিভার্সিট এবং  Charles Sturt University, Australia এর মত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো থেকেও Scholarship এ পিএইচডি-এর অফার পান। পিএইচডি গবেষণার পাশাপাশি এখন পর্যন্ত তার ১৫টি গবেষনালব্দ সাইন্টিফিক আর্টিকেল, বই, থিসিস পেপার বিভিন্ন আন্তর্জাতিক  কনফারেন্স এবং  জার্নালে প্রকাশিত হয়েছে।

তার প্রকাশিত গবেষণার মধ্যে নিম্নক্ত গবেষণাগুলো আন্তর্জাতি সাইন্টিফিক কমিউনিটিতে বেশ প্রশংসা অর্জন করে:

  • A Framework to Mitigate Attacks in Web Applications
  • Deep Neural-Network Prediction for Study of Informational Efficiency
  • Security Analysis for Vehicle To Everything Communication Over 5g Network
  • A Review on Concepts and Technologies of 6G Cellular Network and Future Scope
  • Applications of Block-Chain Technology and Related Security Threats
  • Algorithms and Security Concern in Blockchain Technology
  • AI Based Chat bot: An Approach of Utilizing on Customer Service Assistance
  • Artificial Intelligence Based Autonomous Car

গবেষণার পাশাপাশি তিনি University of bedfordshire এ খন্ডকালিন লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি UK research and innovation (UKRI)-এর অধিনে একটি প্রজেক্টে, Kings College London, Open University-র শুনামধনাধন্য গবেষকদের পাশাপাশি Data Scientist হিসাবে কর্মরত আছেন।

ইংল্যান্ডের University of Bedfordshire-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে পিএইচডি করছেন সিলেটের কানাইঘাট উপজেলার রিজওয়ান বিন সুলাইমান।

সিলেটের কানাইঘাট উপজেলার রাঙারাইয়ে তার পৈত্রিক নিবাস। সেখান থেকে উঠে এসে তিনি ইংল্যান্ডের University of Bedfordshire এ সাইবার সিকিউরিটি নিয়ে পিএইচডি করছেন, সামাজিক ও পারিপার্শ্বিকতা বিশ্লেষণে যা রীতিমতো অবাক করার মতো। রিজওয়ানের এ সফলতা শুধু কানাইঘাট আর সিলেটের গর্বের বিষয় নয়, পুরো বাংলাদেশের গর্বের বিষয়।

রিজওয়ানের জন্ম অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম ও ধার্মিক পরিবারে। পিতা হাফিজ সুলাইমান। তিনি একটি মাদরাসার প্রিন্সিপালও বটে। রিজওয়ানের দাদা ছিলেন, খ্যতিমান আলেম, ব্রিটিশ বিরোধি আন্দোলনের অবিসংবাদিত নেতা, নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সেক্রেটারী জেনারেল মাওলানা ইব্রাহিম চতুলী (এমএলএ-১৯৪৬)।

রিজওয়ান, ২০১০ সালে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে জৈন্তা ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০১৪ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে ভর্তি হন Glyndwr University Wrexham (গ্লিন্ডোর বিশ্ববিদ্যালয় রেক্সাম)। Glyndwr University Wrexham থেকে ২০১৮ সালে সফলতার সাথে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেছেন। একাডেমিক পড়াশুনার পাশাপাশি নেটওয়ার্কিং এর অন্যতম প্রসিদ্ধ সার্টিফিকেশন CCNA অর্জন করেন ২০১৭ সালে।

২০১৮ সালে  Post graduation (স্নাতকত্তর) ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন University of Bedfordshire। একাডেমিক পারফর্মেন্সের পাশাপাশি তিনি Cybersecurity এর অন্যতম প্রফেশনাল সার্টিফিকেশন, C|EH কৃতিত্বের [৯২%] সাথে পাশ করেন ২০১৮ সালে। ২০১৯ সালে University of Bedfordshire থেকে ডিস্টিংশন পেয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

বর্তমানে তিনি স্কলারশিপ নিয়ে University of Bedfordshire- এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে পিএইচডি গবেষণারত আছেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয়, কৃত্রিমবুদ্ধিমত্তা [Artificial Intelligence] ব্যবহারে ব্যাংকিং সিস্টেমে কিভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। University of Bedfordshire ভর্তি হওয়ার আগে তিনি ডারবি ইউনির্ভাসিটি, মানচেস্টার ইউনিভার্সিট এবং  Charles Sturt University, Australia এর মত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো থেকেও Scholarship এ পিএইচডি-এর অফার পান। পিএইচডি গবেষণার পাশাপাশি এখন পর্যন্ত তার ১৫টি গবেষনালব্দ সাইন্টিফিক আর্টিকেল, বই, থিসিস পেপার বিভিন্ন আন্তর্জাতিক  কনফারেন্স এবং  জার্নালে প্রকাশিত হয়েছে।

তার প্রকাশিত গবেষণার মধ্যে নিম্নক্ত গবেষণা আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসা অর্জন করে:

১. A Framework to Mitigate Attacks in Web Applications

২. Security Analysis for Vehicle To Everything Communication Over 5g Network

৩. A Review on Concepts and Technologies of 6G Cellular Network and Future Scope

৪. Applications of Block-Chain Technology and Related Security Threats

৫. Algorithms and Security Concern in Blockchain Technology

৬. AI Based Chat bot: An Approach of Utilizing On Customer Service Assistance

৭. Artificial Intelligence Based Autonomous Car

গবেষণার পাশাপাশি তিনি University of bedfordshire এ খন্ডকালিন লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিজওয়ান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি দেশ ও সমাজের উন্নয়নের জন্য অবদান রাখতে চান বলেও জানান।